মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা নিয়ে সুস্থবোধ করায় পরে বাসায় ফিরে আসেন তিনি।
মির্জা ফখরুলের স্বাস্থ্যের পরিস্থিতি তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিশেষজ্ঞ চিকিসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, সিএমএইচে ঘণ্টাদুয়েক থাকার পর দুপুরে ২টায় মির্জা ফখরুল তার গুলশানের বাসায় ফিরেছেন। আলহামদুলিল্লাহ, মহাসচিব সুস্থ আছেন, ভালো আছেন। এখন তিনি বিশ্রামে আছেন। সাভার সিএমএইচে উনার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রিপোর্টগুলো ফলাফল ভালো। সিএমএইচের চিকিৎসকরা রিপোর্ট পর্যালোচনা করে বিএনপি মহাসচিবকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেন।
এর আগে সকাল সাড়ে ৯টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা সাভারে জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন। সাভারের কর্মসূচি শেষ করে বিএনপি মহাসচিবের শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল। তার বদলে সেখানে দলের নেতৃত্ব দেন মির্জা আব্বাস।
দলের মহাসচিবের সুস্থতা কামনা করে মির্জা আব্বাস বলেন, আমার এই জায়গায় আজকে আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বলার কথা ছিল। আমরা তার আরোগ্য কামনা করছি যত সম্ভব শিগগিরই তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।